স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ও চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল খান ওরফে ফয়ছলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকেলে থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলায় সাজা পরোয়ানা রয়েছে। সে বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com