স্টাফ রিপোর্টার ॥ গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিল প্রত্যাখ্যান করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ নভেম্বর সদর থানার এসআই হেমায়েত আলী বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় সফিকুর রহমান সিতুসহ ৪৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওসার মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ। আটক কাওসার মিয়া শহরের ২নং পুল এলাকার শওকত আলীর পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com