স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী মহিলা দল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর লাভলী সুলতানা ও কর্মী সোমা আক্তারকে আরও একটি মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। ১৭ নভেম্বর সদর থানা পুলিশ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে। বিচারক আসামিদের উপস্থিতিতে শ্যোন এরেস্ট দেখানোর তারিখ ধার্য্য করেন।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর বিএনপির অবরোধ পালনকালে নাশকতার চেষ্টার অভিযোগেসদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ পৌর বাস টার্মিনালের সামন থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com