স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে রাকিব আহমেদ (২০) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করেছে র্যাব-৯। গত বুধবার সন্ধ্যায় র্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, রাকিব বিস্ফোরক মামলার এজহারভুক্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার আব্দুল হালিমের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com