স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোবাইল ফোন চোর রিয়াজ আহমেদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে সে ২নং পুল এলাকার চোর রনির সহকর্মী। গত বুধবার গভীর রাতে সদর থানার এসআই কৃষ্ণ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বগলা বাজার থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডজন খানেক চুরির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রিয়াজ উত্তর শ্যামলী এলাকার ফুল মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com