স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় জামিন লাভ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি হবিগঞ্জ আমল আদালত-১ এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। অ্যাডভোকেট এনামুল হক সেলিমের জামিন শুনানীকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট মুদ্দত আলী, দরখাস্তকারী অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই সহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার এসআই (নিঃ) ওমর ফারুক সরকার বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ এর ক ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আসামী করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com