রোগী আসার সাথে সাথে প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করে দালালরা
স্টাফ রিপোর্টার ॥ শীতের আগমনের সাথে সাথে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। বেশির ভাগ শিশু, বৃদ্ধ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে গত দুই দিনে শতাধিক শিশু ও বৃদ্ধ রোগী সর্দি, কাশি, শ^াসকষ্ট রোগ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাঝে দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে একমাত্র খাবার স্যালাইন ছাড়া আর কোনো কিছুই দেয়া হচ্ছে না। ওষুধ বাহির থেকে কিনে আনতে হয়। আবার হাসপাতালের জরুরি বিভাগে আসামাত্র কতিপয় দালাল রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করে। আবার কাউকে কৌশলে তাদের ফাঁদে ফেলে পছন্দের ফার্মেসীতে নিয়ে ওষুধের দ্বিগুণ দাম রাখা হয়।
অন্যদিকে রোগীরা বিছানা না পেয়ে ঠান্ডার মধ্যে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওষুধ পর্যাপ্ত আছে এবং রোগীদের দেয়া হয়।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলোতে নতুন রোগী ধারণের ঠাই নেই। রোগীর স্বজনদের অভিযোগ কিছু দালাল রয়েছে তাদের ম্যানেজ করলে সিট ও ওষুধ পাওয়া যায়। রোগীরা এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।