পিতার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বন্যা আক্তার (১৬) নামে এক নাবালিকা বধূ’র গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির পিতার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বন্যা আক্তার মাধবপুর উপজেলার বাগবাড়ী গ্রামের শানু মিয়ার মেয়ে এবং তেলিয়াপাড়া গ্রামের তানিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় বন্যা আক্তার স্বামীর বাড়িতে শোবার ঘরে দরজা জানালা বন্ধ করে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বামীর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা আত্মহত্যা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি আত্মহত্যা প্ররোচণার অভিযোগে এনে মামলা দায়ের করেছেন।