স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার থেকে আবারও শুরু হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধকে ঘিরে রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘœ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। আজ সকাল থেকে ৬ নভেম্বর সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই দিন রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com