‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তলন করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা কান্তি ভূষন সেন গুপ্ত। অনুষ্ঠানে উপজেলার ১১২টি সমবায় সমিতির আড়াইশ’ সমবায়ী উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com