গাজী অলিউর সভাপতি কাশেম সেক্রেটারী ও রনি অর্থ সম্পাদক
স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের বাফেলো নিউইয়র্কে দিন দিন বাড়ছে হবিগঞ্জবাসীদের বসবাস। আর সেখানে বসবাসকারী হবিগঞ্জবাসী গড়ে তুলেছেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইনক (প্রস্তাবিত)। হবিগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি বাফেলোতে বসবাসকারী হবিগঞ্জবাসীদের মাঝে সুসম্পর্ক গড়ে তুলতে কাজ করছে এই সংগঠন। এবার ২০২৩-২০২৫ সনের জন্য গঠন করা হয়েছে নতুন কমিটি। গাজী অলিউর রহমান অলিকে সভাপতি, আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও বাহারুজ্জামান রনিকে অর্থ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সাথে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। গত ২ নভেম্বর বৃহস্পতিবার বাফেলোর ২১১ হেগেন স্ট্রিটে এক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন- মোহাম্মদ উস্তার মিয়া আহমেদ হুসেন, মোঃ লুৎফুর রহমান ও সৈয়দ জামান, কমিটির সহ-সভাপতি যথাক্রমে রাজু আহমেদ সাগর, আব্দুর রউফ, আকিকুর রহমান বজলু, মাহফুজুল ইসলাম ফয়সাল যুগ্ম সাধারণ সম্পাদক, তাহমিদ হোসেন প্রচার সম্পাদক, মশিউর রহমান দোহা শিক্ষা ধর্ম ও ক্রিড়া সম্পাদক, হাফিজুল ইসলাম আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক এবং জেবিন তাসলি মহিলা বিষয়ক সম্পাদিকা মনোনিত হয়েছেন। কার্যকরী সদস্যরা হলেন- আবু তারেক, আজিজ মোল্লা, আকিবুর রহমান, আবু হানিফা, ফয়জুল চৌধুরী নয়ন, সজীব আলী, জাকীর হোসেন, তাহের আলী, শাহিন মিয়া রফিক চৌধুরী, রাব্বী তালুকদার, ফাহিম ফারহান, কামরান হোসেন, রেজা মিয়া, ইফতেকার হাসান, হাসান ফয়ছল ও একেএম মোফাজ্জল হাসান।
সভাপতি গাজী অলিউর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সংগঠনের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com