স্টাফ রিপোর্টার ॥ ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের সর্বত্র ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল মনসুর, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও হাসনা হেনা।
বাহুবল ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষে বাহুবলে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
চুনারুঘাট ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তলন করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা কান্তি ভূষন সেন গুপ্ত।
মাধবপুর ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকােেল উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, সমবায় কর্মকর্তা মিজানুর রাহমান রশিদ, বিআরডিবি কর্মকর্তা হুমায়ুন কবির, আবুল মোবারক, খাইরুল ইসলাম, সাংবাদিক অলিদ মিয়া।
বানিয়াচং ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষে বানিয়াচংয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ফারুক আমীন, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক এস এম খোকন।
লাখাই ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার লাখাই উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রূপালী রানী পাল।