উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসির দিকনির্দেশনায় শনিবার দিবাগত গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায়। অভিযানকালে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ সাহাব উদ্দিন ওরপে সাহাবুদ্দিনকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত সাহাব উদ্দিনের দেহ তল্লাশি করে তার পড়নে থাকা ট্রাউজারের পকেট হতে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন TVS APACHE RTR 4V 160 (ABS) মোটর সাইকেল (যাহার ইঞ্জিন নং- CE7FM2702186, চেসিস নং- PS637AE78M 6P66356) জব্দ করা হয়। পুলিশ জানায়- আটক সাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে গ্রেফতারকৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com