স্টাফ রিপোর্টার ॥ ভূয়া জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে আটক দালাল আমানুর রশিদ মাহি ও রোহিঙ্গা যুবতী রোকেয়ার বিরুদ্ধে ৫ দিনের রিমা- আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম। গতকাল বুধবার বিকালে রোহিঙ্গা যুবতী রোকেয়ার বিরুদ্ধে ৫ দিনের রিমা- আবেদন দাখিল করেন।
এসআই মমিনুল ইসলাম জানান, রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ করলে এ চক্রের সাথে কারা জড়িত তা সহজেই বের করা যাবে। শুধু তাই নয়, তার মোবাইল কললিস্টও যাচাই করা হবে।
এর আগে মাহি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ৫ জনের নাম প্রকাশ করেছে। সেজন্য মাহিকে রিমা-ে আনার প্রয়োজন মনে করছে না পুলিশ।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বর্তমানে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার হারুনুর রশিদের পুত্র মাহি এক রোহিঙ্গা যুবতীকে নিয়ে পাসপোর্ট করতে যায়। এ সময় কর্মকর্তাদের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বজলুর রশিদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com