স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার রেল কর্মকর্তা বাদি হয়ে শ্রীমঙ্গল জিআরপি থানায় কয়েকশ অজ্ঞাত লোককে আসামি করে মামলা করেন।
এদিকে বিদ্যুত না থাকায় শতাধিক পরিবার বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছেন। অনেকেই চোরাইভাবে বিদ্যুত সংযোগ নেয়ার চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে কলোনীর বাসিন্দাদের সাথে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। উত্তেজিত জনতা ১০ মিনিট জয়ন্তিকা ট্রেন আটকে রেখে ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। কলোনীবাসীর অভিযোগ, ঘরপ্রতি তারা প্রতিমাসে রেল কর্মকর্তাদের ৫শ থেকে হাজার টাকা দিতেন।