স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের দাউদনগরে অভিযান চালিয়ে রিয়াল ফকির (২২) ও ফরিদ মিয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঞার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক রিয়াল ফকির পুরান বাজারের আলতাফ ফকিরের পুত্র ও ফরিদ কাজীরগাঁও গ্রামের মৃত সমুজ আলীর পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে অর্থদ- ও কারাদ- দিয়ে কারাগারে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com