সুমন আহমেদ বিজয় ॥ সদ্য প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমরানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজের সভাপতিত্বে ও আলহাজ্ব মোঃ বাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, ওসি মুহাম্মদ নুনু মিয়া, লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোড়াকরি ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, প্রয়াত আতাউর রহমান ইমরানের চাচা মাহবুব আলম মালু, মা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাংবাদিক আবুল কাশেম, হাজী মহসিন সাদেক, নোমাম মোল্লা, সজলু মিয়া, আব্দুল হান্নান, এমএ ওয়াহেদ, আশিষ দাসগুপ্ত, মাসুক মিয়া, তৌহিদ মোল্লা, হাফিজুল ইসলাম, শাওন আহমেদ সেন্টু প্রমূখ। সভা শেষে প্রয়াত আতাউর রহমান ইমরানের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com