শুধু চড় নয় নিজের উপর চেয়ার ছুড়ে মারার অভিযোগ করেছেন সভাপতি খোদাদাদ জামান তালুকদার
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার জিরুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিকে চড় ও চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠেছে উক্ত বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। এ বিষয়ে জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদাদাদ জামান তালুকদার গত ২০ সেপ্টেম্বর সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় লাখাই উপজেলায় বইছে নানা আলোচনা সমালোচনার ঝড়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখছেন একজন সহকারী শিক্ষিকার আচরণ যদি এমন হয় তাহলে…।
ম্যানেজিং কমিটির সভাপতি খোদাদাদ জামান তালুকদার লিখিত অভিযোগে বলেন- আমি খোদাদাদ জামান তালুকদার জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। সহকারী শিক্ষিকা শারমিন আক্তার নানা অপকর্মের সাথে জড়িত থাকার কারণে আমার সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। উনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে বাড়ীতে আছেন। আমার মাধ্যমে বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন কাজ সঠিকভাবে চলমান আছে। উক্ত শিক্ষিকা অনিয়ম ও দুর্নীতির কারণে ৩ বৎসর পর্যন্ত সাময়িক বরখাস্ত ছিল। ঘটনার সময় ও তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার তলব তাগিদ মাত্র একটি ফাইলে দস্তখত দিবার জন্য বিদ্যালয়ে আসি তখন আমি অফিস রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দেখানো রেজুলেশন বইতে স্বাক্ষর করতে থাকাবস্থায় সহকারী শিক্ষিকা বিদ্যালয়ে আসিয়া আমাকে দেখা মাত্র পিছন দিক থেকে পর পর ২টি চড় মারে এবং আমাকে অশ্রাব্য ভাষা প্রয়োগ করিয়া আমার সামনে আসিয়া বলে তুই কেন অফিসে এসেছিস। সাথে সাথে উপস্থিত শিক্ষকগণ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার হস্তক্ষেপে সহকারী শিক্ষিকা শারমিন আক্তার তাহার অন্যায় কাজ থেকে বিরত হয়। এরপর উপস্থিত শিক্ষকগণের সামনেই আবার আমার উপর একটি চেয়ার ছুড়ে মারে। চেয়ারটি আমার গায়ে আসিয়া লাগার কারণে আমি আঘাতপ্রাপ্ত হয়।
জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দেবনাথ জানান- বিদ্যালয়ের সভাপতিকে সহকারী শিক্ষিকা শারমিন আক্তার দ্বারা চড় মারা ও চেয়ার ছুড়ে দেওয়ার ঘটনাটি সত্য।
জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খোদাদাদ জামান তালুকদার দরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান- আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি। সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের অন্যায় অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান- গত ১৯ সেপ্টেম্বর আমি জেলাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ছিলাম, আপনার মাধ্যমে দরখাস্তের বিষয়টি জানতে পারলাম এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান- জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিকে সহকারী শিক্ষিকা শারমিন আক্তার চড় ও চেয়ার ছুড়ে মারার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আগামী বুধবার আমার কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে শুনানী হবে। দুই পক্ষের জবানবন্দী শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।