স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্বস্তরের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত যুগান্তকারী অংগীকার ‘সর্বজনীন পেনশন’। এই অঙ্গীকার বাস্তবায়নে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সোনালি ব্যাংক হবিগঞ্জ জেলা শাখার প্রতিনিধি, ফ্রিল্যান্সার, ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ। কর্মশালায় উপস্থিত সকলেই সর্বজনীন পেনশনের গুরুত্ব ও সুফল সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পেনশন স্কিম চালুর পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় এবং প্রশ্নোত্তর পর্বে স্কিম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিশদভাবে জানার সুযোগ হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com