মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজাসহ জলিল মিয়া (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বটতলি বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ জানান, বৃহস্পতিবার সকালে ধর্মঘর কোম্পানি বিওপি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ সবুজ মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১৯৯২ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলি বাজার থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করীমের ছেলে জলিল মিয়াকে আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com