নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই’র রাঢ়িশাল থেকে একটি মিশুক পরিবহন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা মিশুকটি আটক করেছে। এ সময় চোর কৌশলে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন রাঢ়িশাল গ্রামের ওয়াহিদ মিয়াকে চোর হিসেবে চিহ্নিত করেছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাঢ়িশাল গ্রামের নুর হোসেন একটি মিশুক পরিবহন চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গতকাল ভোরে নুর হোসেন মিশুক নিয়ে জীবিকার সন্ধানে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে নুর হোসেন মিশুকটি রাস্তায় রেখে বাড়িতে খাওয়ার জন্য যান। বাড়িতে থেকে এসে দেখেন মিশুকটি নেই। পরে পূর্ব করাব এলাকায় স্থানীয় লোকজন মিশুকটি আটক করেন। এ সময় ওয়াহিদ মিয়া কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এলাকার মুরুব্বীয়ান মিশুক গাড়িটি আটক করে ইউপি সদস্য জাহির মিয়ার জিম্মার রাখেন। খবর পেয়ে লাখাই থানার এসআই মৃদুল চন্দ্র ভৌমিক ঘটনাস্থলে এসে ইউপি সদস্যদের সাথে আলোচনা করে মিশুকটি নুর হোসেনের কাছে হস্তান্তর করেন।
লাখাই থানার এসআই মৃদুল চন্দ্র ভৌমিক জানান, মিশুক পরিবহনটি মালিক নুর হোসেনকে সমজে দেয়া হয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com