মোঃ মামুন চৌধুরী ॥ জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা পরিবারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজিম উদ্দিন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, হপবিস’র সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) শফিকুল ইসলাম, সমন্বয়কারী হাবিব রাব্বানী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ১৫টি স্টলের মধ্যে উপজেলা শিক্ষা অফিস ১ম, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২য় ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ ৩য় স্থান অর্জন করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।