মানবতার কল্যাণে কাজ করছেন রোটারিয়ানরা। এ কাজের পরিধি আরো বৃদ্ধি করতে হবে। সোমবার রাতে শহরের আমির চাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান একথা বলেন। এর আগে হবিগঞ্জ রোটারী ক্লাবের কার্যক্রম সম্পর্কে রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণরকে অবহিত করা হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ মহিদুল হাসানের পরিচলানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, রোটারিয়ান পিপি পূণ্যব্রত চৌধুরী বিভূ, রোটারিয়ান পিপি ফণিভুষণ দাস, রোটারিয়ান পিপি আলহাজ্জ্ব ফরিদ উদ্দিন আহমেদ, রোটারিয়ান পিপি জগদীশ চন্দ্র মোদক, রোটারিয়ান পিপি ফজলুর রহমান লেবু, রোটারিয়ান পিপি রেজাউল মোহিদ খান, রোটারিয়ান পিপি শফিকুল বারী আওয়াল, রোটারিয়ান পিপি মোদারিছ আলী টেনু, রোটারিয়ান পিপি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, রোটারিয়ান পিপি সফিকুল ইসলাম, রোটারিয়ান পিপি মিজানুর রহমান শামীম, রোটারিয়ান পিপি মোতাব্বির হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট এএসএম মহসিন চৌধুরী। উপস্থিত ছিলেন রোটারিয়ান কনক জ্যোতি সেন রাজু, রোটারিয়ান প্রশান্ত দাস, রোটারিয়ান পিপি সুদীপ কুমার বণিক, রোটারিয়ান অঞ্জন রায়, রোটারিয়ান শেখ জামাল মিয়া, রোটারিয়ান শুভজিত দেব, রোটারিয়ান সুশান্ত সুত্রধর, রোটারিয়ান শওকত আরা চৌধুরী, রোটারিয়ান চাঁদনী আক্তার, রোটারিয়ান তাহমিদুর রহমান তোহা, রোটারিয়ান মোঃ সেলিম মিয়া, রোটারিয়ান ডাক্তার আশিকুল মোহিত খান। অনুষ্ঠানে হবিগঞ্জ রোটার্যাক্ট ক্লাব ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com