স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গত ১৭ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে কর মেলা ও আলোচনা সভার মাধ্যমে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল। মঙ্গলবার আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ইউপি কমপ্লেক্স ভবন পর্যন্ত এসে আলোচনা সভায় মিলিত হয়। ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন বিট অফিসার মোঃ শাহ আলম ভূইঞা, সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ম্যাটাডোর কোম্পানির ম্যানেজার রেজাউল করিম, আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক শচী রঞ্জন রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক বরুন দেব, ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু, শ্যামলী রানী দেব, সিএইচসিপি সাহিরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য সোমা রেলী, সাফিয়া খাতুন, ইউপি সদস্য বাবুল চৌহান, বাবুল রেলী, সহিদ মিয়া, ইসলাম উদ্দিন, এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বণিক, স্বাস্থ্য সহকারী আব্দুল মতিন, নাজমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী লাভলী রাণী চন্দ, স্মৃতি পাল, সিএইচসিপি আবু জাকারিয়া, রিহান উদ্দিন, চন্দন দাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ, শরীফ, নোয়াপাড়া চা বাগান প্রতিনিধি অজিত বিশ্বাস চাষা, বৈকুন্ঠপুর চা বাগান প্রতিনিধি শাহজাহান, আল আমিন ফুড ফেয়ার প্রতিনিধি ঝুনু চৌধুরী, ইউনিয়ন অফিস সহকারী তপন চন্দ্র দেব, টেক্স কালেক্টর রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ গণসচেতনতা মূলক ফ্যাস্টুন প্রকাশ, কর মেলার জন্য স্টল স্থাপন এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত উন্নয়ন মেলায় স্টল স্থাপন করে সর্ব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও কর মেলা আয়োজনের মাধ্যমে বসত-বাড়ি, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকার কর সংগ্রহ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com