বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২৪৬টি গরু-ছাগল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গরু-ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার মিজবাহ উদ্দিন আফজল, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. গোলাম মোহাম্মদ মেহেদী।
সভাশেষে উক্ত প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬ সুফলভোগীকে একটি করে ষাঁড়ের বাছুর এবং হাওর অঞ্চলের ১০০ সুফলভোগীকে দুটি করে ছাগল প্রদান করা হয়। পরবর্তীতে তাদের প্রশিক্ষণ এবং গবাদি পশুর জন্য ৩ মাসের দানাদার খাদ্য সরবরাহ করা হবে।