স্টাফ রিপোর্টার ॥ একাধিক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হবিগঞ্জের সামছুদ্দিনকে ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর এলাকা থেকে সেখানকার পুলিশের সহায়তায় সামছুকে গ্রেফতার করে। সে সদর উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুর গ্রামের সফিক মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সামছুদ্দিন স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং একটি চেক দেয়। চেকটি ডিজঅনার হলে ওই ব্যক্তি আদালতে মামলা ও আরও দুই ব্যক্তি একই বিষয় নিয়ে দুইটি মামলা করেন। প্রতিটি মামলায় ১ বছর করে ৩ বছরের সাজা হয়। এরপর থেকে সে আত্মগোপন করে গাজীপুরের একটি কারখানায় নাম বদলে চাকরি নেয়। কিন্তু পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com