নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই’র করাব ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র-অসহায় লোকজনদের মাঝে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মনতৈল অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজ প্রাঙ্গণে শাহ ফাউন্ডেশন ইউএসএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকার মিশিগানে বসবাসকারী সেলিনা খাঁনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল। মাসুকুর রহমান মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম সুরুজ আলী, তরুণ ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী রতন, লাখাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম শাহাম্মদ আলী শান্ত, ফারুক আহমেদ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com