শাহ কামাল সাগর ॥ শায়েস্তাগঞ্জে একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ২ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় হবিগঞ্জ থেকে যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সামনের চাকা ফেটে যায়। এতে দ্রুতগতির (ঢাকা মেট্রো গ-১২-০৭৮৩) কারটি রাস্তার পাশে গাছে সাথে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেট কারের আরোহী মৌলভীবাজার জেলার শাহিন মিয়া (৪০) এবং পিয়াস (২৫) গুরুতর আহত হন। আহত ২ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ থানার এসআই সনজিত চন্দ্র রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com