সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে কুকুরকে ধরে ধরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। শনিবার সরেজমিনে দেখা যায় যে, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে কুকুরকে টিকা দিচ্ছে টিকাদানকারী মেডিকেল টিম।
টিকা দেওয়ার পর লাল রং দিয়ে চিহ্নিত করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রণিসম্পদ অফিস কর্তৃক টিকাদানকারী মেডিকেল টিম।
টিকাদানকারী টিমের বামৈ ইউনিটের এক কর্মী জানান, গত বছরের তুলনায় কুকুর কিছুটা কম হলেও আমরা কুকুরকে খোঁজে খোঁজে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দিচ্ছি ও টিকা দেওয়ার পর কুকুরগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করছি।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অপু কুমার সাহা জানান- লাখাই উপজেলায় কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা ১হাজার ৫শত ডোজ এসেছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট ছয়টি ইউনিট কাজ করছে। ১৫ই মার্চ পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com