স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার পত্রিকার এজেন্ট সুখলাল দেবনাথের ছেলে সুশংকর দেবনাথ (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটুরা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সুশংকর ঘটনাস্থলেই নিহত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়- মাধবপুর পত্রিকার এজেন্ট পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সুখলাল দেবনাথের ছেলে সুশংকর দেবনাথ চট্টগ্রামের সীতাকুন্ডে তাদের গুরু দেব’র অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে উল্লেখিত এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। দুপুরে তার লাশ বাড়িতে নিয়ে আসলে স্বজন ও প্রতিবেশীর কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। বিকালে ধর্মীয় রীতি অনুযায়ী সুশংকরের লাশ সমাহিত করা হয়। তার মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com