স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই থেকে আব্দুল হান্নান (৪৫) নামে পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ কোম্পানী কমান্ডার বসুদত্ত চাকমার নেতৃত্ব এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হান্নান ওই এলাকার মৃত আব্দুর ছফির মিয়ার পুত্র। র্যাব-৯ এর কোম্পানী কমান্ডার বসুদত্ত চাকমা জানান, গ্রেফতারকৃত আব্দুল হান্নান পরোয়ানাভুক্ত পলাতক আসামী, সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে নানা অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলাসহ বিভিন্ন মামলায় একাধিক গ্রেফতারী পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com