মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের বিভিন্ন হাট বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েই চলছে। টিসিবির হিসেব অনুযায়ী, গত এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১১ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় এখন বেশি রয়েছে ২৬ শতাংশ। গতকাল শুক্রবার বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি খুচরা বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। এক মাস আগেও যা ছিল ১২০-১৩০ টাকা। গত বছর এই সময়ে ছিল ১১০-১২০ টাকা।
বিক্রেতারা বলছেন, খামারে মুরগির উৎপাদন কম হচ্ছে। সেখান থেকেই বাড়তি দামে মুরগি কিনতে হচ্ছে। তাই পাইকারি ও খুচরা বাজারেও দাম বেশি। খামারে দাম কমলে বাজারেও দাম কমে যাবে। তবে কবে নাগাদ দাম কমতে পারে তা জানাতে পারেননি বিক্রেতারা।
অন্যদিকে ক্রেতারা অভিযোগ করেন, বাজারে মুরগির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু তারপরও দাম বাড়তি। বিক্রেতারা যখন খুশি তখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। মরছে সাধারণ মানুষ। সরকার কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করলে এমন হুটহাট দাম বাড়তো না।
বাজার ঘুরে দেখা যায় শুধু মুরগির দামই বাড়তি নয়, বাজারে নতুন ওঠা ঢ্যাঁড়স, পটল, করলার দামও চড়া। চালের বাজারেও সুখবর নেই।
শায়েস্তানগর বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বাজারে মুরগি কম আসায় তা বেশি দামে বিক্রি হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com