স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় শুক্রবার সকালে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুরজিত রায় (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সুরজিত রায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের সুভাষ রায়ের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান- শুক্রবার সকাল পৌণে ৮টার দিকে উল্লেখিত এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে পিকআপ ভ্যানের যাত্রী সবজি ব্যবসায়ী সুরজিত রায় গুরুতর আহত হন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com