স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। শুক্রবার সকালে তাঁরা নবনির্বাচিত মেয়রের বাসভবনে শুভেচ্ছা জানাতে গেলে আতাউর রহমান সেলিম তাদের স্বাগত জানান। নবনির্বাচিত মেয়রকে নবনির্বাচিত কাউন্সিলররা ফুলের তোড়া উপহার দেন। এ সময় তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হলে আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ পৌরসভার জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমাদের কাজ হবে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করা। তিনি বলেন পৌরপরিষদের সকল সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো আমাদের পক্ষে সহজ হবে। এ সময় নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, আলাউদ্দিন কুদ্দুছ, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com