স্টাফ রিপোর্টার ॥ দুবাই থেকে দেশে এসে হবিগঞ্জ ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে আন্তঃজেলা চোর চক্রের সদস্য তাহমিনা আক্তার (২৫)। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানি বিমানবন্দরে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। এ সময় তাহমিনা দুবাই থেকে এসে ওসমানি বিমানবন্দর থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে আটক করা হয়। তখন তার লাগেজ থেকে স্বর্ণালংকার, বিদেশী পণ্য জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com