উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ গত ৭ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের শাহ মুসকিল আহসান মাজারের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের স্মরণে এক শোকসভা গতকাল শনিবার দুপুরে ফুলতলী বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিআরটিসি কর্তৃপক্ষ ৩ লাখ টাকা নগদ অর্থ প্রত্যেক পরিবারকে প্রদান করে। বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন বীর প্রতিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আব্দুুুল মুহিত, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com