স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে ১২ গ্রামবাসী মানববন্ধন করেছেন। এ সময় ভূমিদস্যুরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ওই স্থান থেকে একদল ভূমিদস্যু বালু ও মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। গ্রামবাসী বার বার নিষেধ করার পরও তারা এ নিষেধ উপেক্ষা করে মাটি ও বালু উত্তোলন করেই যাচ্ছে। এতে ১২টি গ্রাম বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, বালু উত্তোলনের ফলে ওই গ্রামগুলোর গবাদি পশু মাঠে চড়াতে পারেন না গ্রামবাসী। এর প্রতিবাদে চাঁনপুর, কাশিপুর, ধনেরআব্দা, রতনপুর, গজারিয়াকান্দি, শাহপুর, মির্জাপুরসহ ১২ গ্রামের পক্ষ থেকে ৫শতাধিক লোক গতকাল শনিবার মানববন্ধন করেন। এ সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়। বিষয়টি সদর থানাকে অবগত করলে সদর থানা পুলিশ বিষয়টি ওই এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানায়। পরে স্থানীয় মেম্বার আবু তাহের, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামসহ স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রামবাসী মানববন্ধনে প্রশাসনের নিকট দাবি জানান, ভূমিদস্যুরা লিজ না নিয়েই অবৈধভাবে ওই স্থান থেকে বালু উত্তোলন করছে। এতে করে বর্ষা মৌসুমে গ্রামগুলো বানের পানিতে তলিয়ে যাবার শংকা রয়েছে। অচিরেই বালু উত্তোলন বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com