মনসুর আহমেদ ॥ হবিগঞ্জ জেলা সরিষা চাষে বেশ উপযোগী। মাটির গুণগত মানের জন্য অতি অল্প খরচের ভালো ফলন পাওয়া সম্ভব ছিলো। প্রাকৃতিকভাবে বেশকয়েকবার ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা হতাশায় মুখ ফিরিয়ে নিলেও এখন কৃষি বিভাগের উদ্যোগে এখানকার কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন এতে গত কয়েক বছরের তুলনায় এই বছর সরিষার চাষ বেড়েছে ৩ গুণ। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনামূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের প্রশান্তির হাসি দীর্ঘ হচ্ছে।
কৃষি বিভাগ থেকে জানা গেছে, হবিগঞ্জে ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ৯০০ হেক্টরে সরিষার চাষ ছিলো। এবছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর জেলায় সরিষার চাষ বেড়েছে ৩ গুণ। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া, উচাইল, সানাবই, চানপুর, মির্জাপুর, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওর ও মাধবপুর উপজেলার পিয়াইম, আন্দিউড়া, বেজুড়া, বানিয়াচং উপজেলার ইকরাম, উত্তর সাঙ্গর, মন্দুরী, লাখাই উপজেলার ভাদিকারা, মুরাকুড়ি, বুল্লাসহ জেলার বিভিন্ন স্থানে শত শত কৃষকরা বারি-১৪, ১৫ ও ১৭ জাতের সরিষা চাষ করেছেন। হাওরের পাশাপাশি পাহাড়ি এলাকায়ও সরিষা চাষ শুরু করেছেন কৃষকরা। কৃষকদের উৎসাহিত করতে এবার হবিগঞ্জ কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারিভাবে প্রায় ৩ হাজার কৃষককে (বারি-১৪-১৭-১৫-১৯ জাতের) সরিষা বীজ বিনামূল্যে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর জেলাতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ার কৃষক আয়াত আলী জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। এছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ পেয়েছেন বিনামূল্যে। তাদের চাষে নামমাত্র খরচ হয়েছে। তাদের এই আনন্দ আরও বেশি।
বানিয়াচং উপজেলার কৃষক প্রশান্ত দাশ বলেন- এক সময় শুধু একটি ফসল ফলানো সম্ভব হতো। কিন্তু সরকারের আন্তরিকতায় এবং কৃষি বিভাগের সহযোগিতায় আমরা বছরে সরিষাসহ তিন ফসল চাষ করে লাভবান হচ্ছি। তারমধ্যে এবার সরিষারও ভাল ফলন হয়েছে।
রাজিউড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজেশ আচার্য্য জানান, বিস্তীর্ণ হাওর এলাকায় একটির বেশি ফসল ফলানো সম্ভব হতো না। কৃষি বিভাগ ওই এলাকার কৃষককে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে। ফলে এখন এখানে ধান ছাড়াও অনেক ফসল চাষ করা হচ্ছে। এসব এলাকায় এখন সরিষা, গম, ভুট্টা, টমেটো, সূর্যমুখী ফুল চাষ হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন সাধারণ কৃষক।
এ বছর রাজিউড়ায় প্রায় ১৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরকারিভাবে বিনামূল্যে সরিষার বীজ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখানে ধান চাষের চেয়ে সরিষা চাষ লাভজনক। কারণ প্রতি একর জমিতে প্রায় ১২ মণের ওপরে সরিষা চাষ হবে। আর প্রতি মণ সরিষা ৩০০ হাজার টাকা পর্যন্ত সরিষা বিক্রি করা সম্ভব। এজন্যই সরিষা চাষে চাষিদের আগ্রহী করে তুলতে চাষিদের বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান জানান, জেলাজুড়ে সরিষার লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার হেক্টর। এখানে চাষ হয়েছে ৩ হাজার ৫০০ হেক্টর। এছাড়া, কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও সরকারিভাবে ৩ হাজার কৃষকের মাঝে ৩ হাজার কেজি বীজ প্রদান করা হয়েছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। শুধু তো ধান চাষ করলে হবে না। তাই পাশাপাশি ভুট্টা, সরিষা, আলু, সূর্যমুখী ফুল, পাট, তিলসহ অন্যান্য ফসল চাষের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর সুফল জেলার প্রান্তিক কৃষকরাই পাবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com