নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচনের পর প্রচারণামূলক পোস্টার, ব্যানার, বিলবোর্ড নবীগঞ্জ শহর থেকে নিজ দায়িত্বে অপসারণ করেছেন নবীগঞ্জ পৌরসভার পুননির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। রোববার (২৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেলে পর্যন্ত পোস্টার, ব্যানার শহর থেকে সরানো হয়। পোস্টার সরাতে সহযোগিতা করেন নবীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন যুবদল নেতা অলিউর রহমান অলি, আসাদুজ্জামান জুয়েল, আলমগীর মিয়া, মশিউর রহমান, খালেদ আহমেদ, জাকির হোসেন প্রমুখ।
মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, আশি আশা করবো ৯টি ওয়ার্ডে যারা কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং সংরক্ষিত কাউন্সিলর ছিলেন সবাই আমার মত নিজ দায়িত্বে পোস্টার, ব্যানার অপসারণ করবেন। সেই সাথে তিনি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীগঞ্জ পৌরবাসীর কাছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com