নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ফরিদ আহমেদ অলিসহ কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান তাঁদের শপথবাক্য পাঠ করান।
এ সময় বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের আশা পূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।
গত ২৮ ডিসেম্বর প্রথম দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র ফরিদ আহমেদ অলি, ৩ জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com