হবিগঞ্জ পৌরসভার এক্সকেভেটর উদ্বোধনকালে মেয়র মিজান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নিজস্ব এক্সকেভেটর উদ্বোধন করলেন মেয়র মোঃ মিজানুর রহমান। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুরান মুন্সেফী-সাধুর সমাধি এলাকায় কালভার্টের পাশের্^ পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে এ এক্সকেভেটর উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মেয়র মিজানুর রহমান বলেন, ‘আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য বড় ড্রেনসমূহ খননসহ ব্যাপক কার্যক্রম চালিয়েছি। এরই ফলে এই মওসুমে শহরে জলাবদ্ধতা হয়নি বললেই চলে।’ মেয়র বলেন ‘নির্বাচিত হওয়ার পরই পৌরসভার জন্য আমি মন্ত্রণালয় ও প্রকল্পে এক্সকেভেটর চেয়েছিলাম। এরই ধারবাহিকতায় আমরা একটি এক্সকেভেটর পেয়েছি।’ তিনি বলেন ‘আমরা এক্সকেভেটর ভাড়া করে জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক কাজ করেছি। এক্সকেভেটর ভাড়া করায় অনেক অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে নিজস্ব এক্সকেভেটর পাওয়ার ফলে পৌরসভা কম খরচে জনগণকে সেবা দিতে পারবে।’ মেয়র বলেন ‘আপনাদের দোয়া ও আশীর্বাদে আবারো মেয়র হয়ে আসতে পারলে আরো একটি এক্সকেভেটর ক্রয় করবো এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডকে পুরোপুরিভাবে জলাবদ্ধতামুক্ত করবো।’ এক্সকেভেটর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নূর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বুধবার হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প-এর মাধ্যমে একটি এক্সকেভেটর কার্যালয়ে এসে পৌঁছায়।