স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জেকে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের ন্যায় জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও সীমিত পরিসরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জেকে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সভাপতি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com