স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ জামালপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- নাসিরনগর উপজেলার শংকরাদহ গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও পূর্বভাগ গ্রামের সোয়াব মিয়ার ছেলে শাহিন মিয়া (১৯)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com