স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের দক্ষিণ গুনই ফুটবল মাঠে যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুকবর টি সিক্সটিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে গুনই ফ্রেন্ডস ক্লাব বনাম করচা ক্রিকেট ক্লাব অংশ নেয়। এতে গুনই ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় ধারা ভাষ্য করেন জাহাঙ্গীর, হুমায়ূন, মোনায়েম, মীর্জা মোনায়েম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, খাগউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, শাহ আঙ্গুর, হাফিজুর রহমান, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম, আব্দুল্লাহ, হান্নান চৌধুরী, মুকিত চৌধুরী, সাজন চৌধুরী, মুসলিম খান, নূরুল ইসলাম, ছালেহ আহমেদ, ছাদিক মেম্বার, আব্দুল হাই প্রমূখ। সভায় বক্তারা বলেন- শেখ আবুকবর যুক্তরাজ্যে বসবাস করেও খেলাধুলা দিয়ে এলাকার যুবসমাজকে উৎসাহিত করছেন। তিনি শুধু খেলাধুলা দিয়েই নয়, করোনার মহামারিতে কর্মহীন ও দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। তারা যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুবকর এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com