স্টাফ রিপোর্টার ॥ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বয়স্ক-বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে। গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে টাকা পাঠানোর জন্য ‘নগদ’ ও ‘বিকাশ’ এবং সমাজসেবা অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশের গরীব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেন। মানুষের কল্যাণের জন্য তিনি এসব কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রায় ১ কোটি মানুষকে ভাতা প্রদান করছি। ভাতা সুবিধাভোগীদের কাছে যাতে নির্বিঘেœ পৌঁছানো যায়, সেজন্য আজকের এই আয়োজন। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার আরেক নতুন ধারার সূচনা হলো আজকে।
সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারী বলেন, বর্তমানে চারটি কর্মসূচির আওতায় ৪৯ লাখ মানুষকে বয়স্ক ভাতা, ২০ লাখ ৫০ হাজার মানুষকে বিধবা ও স্বামী নিগৃহীতাকে ভাতা, ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা, ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির টাকা দেয়া হয়। মোট ৮৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা পান। এই সুবিধাভোগীদের এ বছর থেকে সরাসরি মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
হবিগঞ্জ জেলার সকল ভাতাভোগী ‘নগদ’ ও ‘বিকাশ’ এর মাধ্যমে এই সুবিধা পাবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com