স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী জয়া রবিদাস মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুশীল সমাজের কাছে পিছিয়েপড়া জনগোষ্ঠীর একটা মেয়ের তাজা প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন জয়া রবি দাসের পিতা কুনিল রবি দাস।
ক্যান্সার আক্রান্ত জয়া রবি দাসের পিতা কুনিল রবিদাস জানান- পরিবারের সবচেয়ে বড় মেয়ে জয়া। সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক। কিন্তু মাত্র ১২ বছর বয়সে সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মেয়ের কষ্ট আর বেঁচে থাকার আর্তনাদ আমার মাথায় যেন আকায় ভেঙ্গে পড়ছে। জয়া বর্তমানে ঢাকায় জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com