শিক্ষকের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা
আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের রূপরাজখার পাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোর্শেদ আলমের সাথে প্রতিপক্ষ ডালিম মিয়া, তারেক ও শান্ত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার সকালে ডালিম গং শিক্ষক খোর্শেদ আলম এর জায়গায় স্থাপনা নির্মাণ করতে চাইলে খোর্শেদ আলম বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। একই দিন বিকাল ৪টায় এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোর্শেদ আলম, ফারুক মিয়া, আঃ শহীদ, আমিনুল মিয়া, আকিরুন বেগম, রাহেনা বেগমসহ অন্তত ১০জন আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত শিক্ষক খোর্শেদ আলম ও ফারুক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং আঃ শহীদকে সিলেট প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ডালিম মিয়া, তারেক ও শান্ত মিয়ার লোকজন পরিকল্পিতভাবে খোর্শেদ আলমসহ তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে।
এদিকে শিক্ষক খোর্শেদ এর উপর হামলা হওয়ায় বানিয়াচংয়ের শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ঘটনা পরবর্তী পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com