মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সার্কেল এএসপি পারভেজ আলমের নেতৃত্বে চলছে চোর-ডাকাত, মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি বিরোধী সতর্কতামূলক অভিযান। অব্যাহত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন তিনি। চিহ্নিত চোর-ডাকাত, মাদক ব্যবসায়ী ও জুয়াড়ির বাড়িতে, বাড়িতে গিয়ে সতর্কতা বার্তা দিচ্ছেন এএসপি পারভেজ আলম চৌধুরী।
এ ব্যাপারে এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। তাদের ঘর তল্লাসি করা হচ্ছে। কোনো প্রকার মাদকদ্রব্য পেলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু, তাই আমরা আশাবাদী সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধমূলক কর্মকা- থেকে প্রতিটি পাড়া মহল্লাকে সুরক্ষা দিতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা পাব।
অভিযানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামছুদ্দিন খাঁন, এসআই শাহজাহান আহমেদ, এসআই সাঈদ আহমেদ, এসআই হানিফ, এএসআই রাজ্জাক, এএসআই সিরাজ, এএসআই হান্নান, এএসআই আব্দুস সামাদ আজাদ, এএসআই লোকেশ দাশসহ পুলিশ সদস্যবৃন্দ।