স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে বানিয়াচংয়ে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৯ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা সদরের বড়বাজার ও নতুন বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। তিনি নির্ধারিত সময়ে পতাকা নামানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি জানান, বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে পতাকা উত্তোলন করা হয়নি, যা আইনে দন্ডনীয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ফ্লাগ রুলস সঠিকভাবে প্রতিপালন না করায় ৯ জনকে অর্থদ- করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com