হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮.১৫ মিনিটে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে হবিগঞ্জস্থ কেন্দ্রিয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় হবিগঞ্জ’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি মো. মাহবুবুল হক আলমগীর, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক মো. সোয়েব হোসেন, সিনিয়র সহ অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, পরিকল্পনা সম্পাদক মো. সাহাদত হোসেন সানু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. সাহাদত হোসেন ভূঁইয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com